হাউমাউ করে কেঁদে উঠলেন নেহা কক্কর!

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৭:০০

বিনোদন ডেস্ক:

বলিউডের গায়িকা নেহা কক্কর। সম্প্রতি তিনি একটি রিয়্যালিটি শোয়ে অংশ নিয়ে রিয়্যালিটি শোয়ে একজনের কষ্ট দেখে প্রকাশ্যেই কেঁদে ফেললেন। এমনকি তাকে লাখ টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে নেহা কক্কর সম্প্রতি একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে গিয়ে জয়পুরের শাহজাদ আলির কষ্ট দেখে প্রকাশ্যে কেঁদে ফেলেন। এরপর নেহা শাহাজাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তাকে এক লাখ টাকা প্রদান করেন।

একই সময় ওই রিয়্যালিটি শোয়ের অন্য বিচারক বিশাল দাদলানিও শাহজাদকে সাহায্যের আশ্বাস দেন। শাহজাদকে বিনামূল্যে সঙ্গীত শিক্ষা দেবেন বলেও আশ্বস্ত করেন বিশাল।

এদিকে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ের পর মধুচন্দ্রিমা কাটিয়ে আবারও রিয়্যালিটি শোয়ের মঞ্চে হাজির হয়েছেন নেহা। বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ করে নিজের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছেন বলিউডের এই গায়িকা।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top