টাইটানিকের ডিক্যাপ্রিওকে নায়ক হিসেবে চান পূর্ণিমা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৮:০৭
বিনোদন প্রতিবেদক:
টাইটানিকের রোজ চরিত্রে যদি পূর্ণিমাকে নেয়া হয় তবে জ্যাক চরিত্রে পূর্ণিমা কাকে চান? একটি টেলিভিশন অনুষ্ঠানে এমনই এক প্রশ্নের মুখে পড়েছিলেন পূর্ণিমা। আর সেই প্রশ্নের জবাবে জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও কে চায় বলে জানান সে।.
সেই অনুষ্ঠানের সঞ্চালক তখন জানতে চান ডিক্যাপ্রিও কে ছাড়া অন্য কাউকে দিয়ে হবে না? কিন্তু পূর্ণিমা তার সিদ্ধান্তে অটল। তার পরিষ্কার জবাব এতে ডিক্যাপ্রিওকেই লাগবে তার।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা টাইটানিকে প্রধান চরিত্রে অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ওই বছরই নবম শ্রেণিতে পড়াকালীন সময়ে নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখেন পূর্ণিমা।
এই গুণী অভিনেত্রী যেন তারুণ্যর প্রতীক। অভিনয় জগৎ এ এখনো পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছেন এই গুণী অভিনেত্রী।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।