না ফেরার দেশে ওস্তাদ শাহাদাত হোসেন খান
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১২:০৫
নিজস্ব প্রতিবেদক:
করোনায় আক্রান্ত হয়ে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সরোদ বাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান মারা গেছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
ওস্তাদ শাহাদাত হোসেন খানের ভাগনে ফিরোজ খান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শাহাদাত হোসেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।