ওয়েব ফিল্মে নতুন জুটি রোশান-রাহা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৬:৪০

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমায় নতুন প্রজন্মের নায়কদের মধ্যে অন্যতম আলোচিত নাম রোশান। ইতিমধ্যে বেশ কিছু সিনেমা দিয়ে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এবং প্রযোজক-পরিচালকদের কাছে হয়ে ওঠেছেন ভরসার অভিনেতা। কাজ করেছেন ববি, পরীমনি, পূজা চেরীর মতো প্রথম সারির নায়িকাদের সঙ্গে।

এবার রোশানকে দেখা যাবে মডেল-অভিনেত্রী রাহা তানহা খানের সাথে। তারা জুটি বেঁধে কাজ করবেন ফেরারী ফরহাদের চিত্রনাট্যে নির্মিত হতে যাওয়া ‘কর্পোরেট’নামের ওয়েব ফিল্মে। জনপ্রিয় চিত্রনাট্যকার ও গীতিকার ফেরারী ফরহাদ তথ্যটি নিশ্চিত করলেন।

এবাই প্রথম নায়ক রোশান ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন। এখানে রোশানের বিপরীতে আরও দেখা যাবে চিত্রনায়িকা আঁচল আঁখিকে।এই ওয়েব ফিল্মে আরো থাকবেন নন্দিত অভিনেতা শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকেই। ফরিদুল হাসান ফিল্মটি নির্মাণের পাশাপাশি কাহিনিও লিখেছেন।

প্রসঙ্গত, এর আগে রাহা তানহা ওয়েব সিরিজ ‘মাফিয়া’ শর্টফিল্ম ‘হেলেন অব ট্রয়’এ কাজ করলেও রোশানের মতোই প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন।

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির শুটিং শিগগিরই শুরু হবে। এটি আসছে বছরে বিশেষ কোনো উপলক্ষে মুক্তি দেয়া হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top