শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নতুন লুকে দেখা দিল শাহরুখ খান

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১৬:১৭

বিনোদন ডেস্ক:

শাহরুখ খান মানে একটি অনুপ্রেরণার নাম। বলিউড বাদশা ক্যারিয়ারের এই অবস্থানে এসে যেন আরো বেশি নিখুঁত হতে চাইছেন। সেজন্য বেছে বেছে কাজ করছেন তিনি। প্রায় পঞ্চাশটির মতো চিত্রনাট্য থেকে বেছে নিয়েছেন চারটিকে।

‘জিরো’ সিনেমার পর প্রায় দীর্ঘ দুই বছর বিরতি শেষে যশরাজ ফিল্মসের ‘পাঠান’ শুটিংয়ে ফিরেছেন শাহরুখ। এবার এ সিনেমার শুটিং সেট থেকে প্রকাশ পেয়েছে তার নতুন লুক।

সম্প্রতি ছবিটির শুটিং সেট থেকে বের হওয়ার সময় দেখা মেলে শাহরুখের। বেশ লম্বা চুল আর কালো সানগ্লাসের সঙ্গে সাদা টি-শার্টে শাহরুখকে লাগছিল বেশ। সিনেমাটির জন্য যে শারীরিকভাবেও বেশ পরিশ্রম করতে হয়েছে শাহরুখকে তা দেখেই বোঝা যাচ্ছে।

জানা গেছে এ সিনেমায় একটি অ্যাকশন থ্রিলার চরিত্রে দেখা মিলবে তার। সব মিলিয়ে শাহরুখ ভক্তদের জন্য রোমাঞ্চকর কিছুই অপেক্ষমান।

প্রসঙ্গত, গত আগস্টে সিদ্ধার্ত আনন্দের ‘পাঠান’সিনেমায় নাম লেখান বলিউড বাদশা শাহরুখ খান। এ সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। শুধু তাই নয় সিনেমাটিতে খুব অল্প সময়ের জন্য দেখা মিলতে পারে বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খানের। সিনেমাটির শুটিং শুরু হলেও কবে নাগাদ সালমান শুটিংয়ে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top