বিয়ে করলেন আদিত্য নারায়ণ ও শ্বেতা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০, ১৭:৪৪

বিনোদন ডেস্ক:

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণের জন্মদিনে তার ছেলে ‘ইন্ডিয়ান আইডল’ এর সঞ্চালক আদিত্য নারায়ণ দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালেকে মুম্বাইয়ের ইসকন মন্দিরে বিয়ে করেছেন।

এর আগে আদিত্য রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বলিউড গায়িকা নেহা কক্করকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।পরে জানা যায়, পুরো ঘটনাই শোয়ের প্রচারের স্বার্থে করা হয়েছিল।

জানা যায়, নিজের সিনেমা ‘শাপিত’র নায়িকাকেই বিয়ে করছেন উদিতপুত্র। ২০১০ সালে এ সিনেমা তার বিপরীতে অভিনয় করেছিলেন শ্বেতা আগরওয়াল। আরো জানা যায় দীর্ঘ ১০ বছর তাদের সম্পর্ক ছিল।

কোভিড পরিস্থিতির দাবি মেনে ৫০ জন অতিথির উপস্থিতিতেই বিয়ে সারেন আদিত্য। রোববার ছিল মেহেন্দি অনুষ্ঠান। সোমবার সারা হয় গায়ে হলুদ পর্ব। এক ভারতীয় সংবাদমাধ্যমকে উদিত নারায়ণ জানান, ছেলের বিয়েতে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ধর্মেন্দ্র, রণবীর সিং, শত্রুঘ্ন সিনহা, দীপিকা পাড়ুকোন, মাধুরী দীক্ষিতকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top