শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

এবার সিঁথির সিঁদুর মুছলেন শ্রাবন্তী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০, ১৫:৩৯

বিনোদন ডেস্ক:

এক মাস আগেই গুঞ্জন রটেছিলো শ্রাবন্তী-রোশানের ভালোবাসার সংসার ভেঙ্গে গেছে। এ গুঞ্জনের মধ্যেও শ্রাবন্তীকে সিঁদুর মাথায় দেখছে দর্শকরা।

ইদানীং সামাজিক মাধ্যমে নতুন ভাবে ধরা দিচ্ছেন এই নায়িকা। দেখা মিলছে না সিঁথিতে লাল সিঁদুর। বাঙালি হিন্দু বধূর ধর্মীয় ঐতিহ্য সিঁথিতে সিঁদুর পরা। তবে এটা সম্পূর্ন তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

এদিকে শ্রাবন্তীর বিয়ে ভাঙার গুঞ্জন শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কোন কিছুই জানা যায়নি। সুতরাং তিনি সিঁদুর পরতেই পারেন। নেটিজেনরা তো পিছু চাড়ছেন এই না, আবার রোশানের কটাক্ষ জল্পনাকে উস্কে দিয়েছে।

স্টার জলসার একটি রিয়ালিটি শো-তে শ্রারন্তীকে সিদুঁর মাথাতেই দেখা গেছে। এর সপ্তাহখানেক আগে ইনস্টাগ্রামে দুই অতিথির সঙ্গে একটি ছবি শেয়ার করেন শ্রাবন্তী। সেখানে সিঁথিতে শোভা পাচ্ছিল লাল সিঁদুর। একই দিনে নিজের প্রিয় টেডি বিয়ারের সঙ্গেও তিনি ছবি শেয়ার করেন। তখনও দেখা যায় সিঁদুর।

তবে তার সিঁদুরকে ভালোভাবে নিতে পারেননি স্বামী রোশান। একইদিনে রোশন ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যাতে লেখা ‘একটি সত্যিকারের বিয়ে আজীবন টিকে থাকে বিশ্বাসের ওপর। সিঁদুর এটাকে প্রমাণ করতে একটি দুর্বল প্রতীক মাত্র। ‘

শুধু ছবিটিই সব নয়, এর ক্যাপশনেও রোশান লেখেন, ‘ব্যক্তিগতভাবে আমি সেইসব মেয়েদের ঘৃণা করি যারা সিঁদুর নেয় অথচ তাদের স্বামী অথবা প্রাক্তন সেটা পছন্দ করে না যখন সেটি তাদের জন্য নেয়া হয়। ’
এ নিয়ে শ্রাবন্তীর কোন প্রতিক্রিয়া পাওয়া গেলেও রোশানের প্রতিক্রিয়ার পর এ সপ্তাহে শ্রাবন্তীর শেয়ার করা ছবিগুলোতে আর সিঁদুর দেখা যায়নি।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top