পরীর মামলায় আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২২, ০৫:১৫
চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এবার আসামিদের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বুধবার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। পরীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী চার্জ গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিন তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
এর আগে, গত ১৯ এপ্রিল বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন নাসির উদ্দিন মাহমুদ ও অমির পক্ষে তাদের আইনজীবী অব্যাহতির আবেদন করে শুনানি করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন বিষয়ে আদেশ এদিন (১৮ মে) তারিখ নির্ধারণ করেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।