বিয়ের পিড়িঁতে অভিনেত্রী অপর্ণা ঘোষ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০, ১৭:০৮
বিনোদন প্রতিবেদক:
নতুন জীবনে পা রাখতে চলছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। ইতিমধ্যেই পারিবারিকভাবে তার বাগদান ও আশীর্বাদ অনুষ্ঠান শেষ হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
তিনি জানান, অপর্ণা ঘোষ ও তার বর সত্যজিৎ দত্তের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সেখানেই ইরফান সাজ্জাত, পরিচালক শাফায়াত মুনসুর রানাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আগামী ১০ ডিসেম্বর অপর্ণার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
জানা গেছে, অভিনেত্রী অপর্ণা ঘোষের বর পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। তিনি জাপানে পড়াশোনা করেছেন।
অপর্ণার পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বিয়ে শেষে নতুন বছরের শুরুতে জমকালো আয়োজনে হবে তাদের রিসিপশনের অনুষ্ঠান। দুই পরিবারের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন শোবিজে গুনী সব কলাকৌশলী ও অপর্ণার সহকর্মীগণ।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।