করোনায় মারা গেলেন সংগীতার কর্ণধার সেলিম

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১৬:৩৩

নিজস্ব প্রতিবেদক:

দেশের ঐতিহ্যবাহী বৃহৎ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৭ টায় রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সংগীতার সিইও এবং সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান সংবাদমাধ্যমকে সেলিম খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে ৪ ডিসেম্বর থেকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম খান। অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর পর থেকে টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাদ আসর লক্ষ্মীবাজার সেলিম খানের বাসভবনের সামনে জানাজা শেষে জুরাইন গোরস্থানে দাফন করা হবে তাকে।

প্রসঙ্গত, ৮০-এর দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। বাংলাদেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে টানা ৪ দশক সংগীতা নিজের অবস্থান ধরে রেখেছে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top