করোনায় মারা গেলেন কোরীয় চলচ্চিত্র নির্মাতা কিম
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১৩:০৩
বিনোদন প্রতিবেদক:
করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
শুক্রবার (১১ ডিসেম্বর) ইউরোপের লাটভিয়ায় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। লাটভিয়ার ডকুমেন্টারি নির্মাতা ভিটালি মানস্কির বরাত দিয়ে হাসপাতালে কিমের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান।
লাটভিয়ার একাধিক সংবাদমাধ্যমে কিম কি দুক এর মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৬০ সালের ২০ ডিসেম্বর জন্ম নেওয়া বিখ্যাত এই নির্মাতার প্রথম কাজ ‘ক্রোকোডাইল’। স্বল্প বাজেটের চলচ্চিত্র দিয়েই তার হাতেখড়ি। নির্মাণ করেন রিয়েল ফিকশন, বেড গাই, দ্য কোস্ট গার্ড, পিয়েতা ও আমেনের মতো সাড়া জাগানো সব সিনেমা। তার পরিচালিত ‘পিয়েতা’ ভেনিস, বার্লিন ও কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মান লাভ করে এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন’ পুরস্কার লাভ করে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।