টাইগারের প্রথম ভালোলাগা ছিলেন শিক্ষিকা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১৪:৪৬

বিনোদন প্রতিবেদক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফের প্রথম ভালোলাগা বা ভালোবাসা ছিলেন তার ইতিহাস শিক্ষিকা।

শুক্রবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের জন্য সরাসরি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলে এ আভিনেতা। সেখানে ভক্তদের করা বিভিন্ন মজার ও ব্যক্তিগত প্রশ্নের জবাবে জানিয়েছিলেন এমন কথা।

সহ-অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সম্পর্কে জানতে চাইলে তিনি মজা করে বলেন, শ্রদ্ধা হলো ‘সন্দেহজনক সহকর্মী’। আর দক্ষিণ ভারতীয় তারকাদের মধ্যে আল্লু অর্জনই তার সবচেয়ে পছন্দের।

এছাড়া, এক নারী ভক্ত বিয়ের প্রস্তাব দিলে টাইগারের উত্তর ছিল, ‘সম্ভবত পরবর্তী কয়েক বছরে, যখন আমি তোমার পাশে থাকতে পারব…ততদিন পর্যন্ত অনেক কিছু জানতে ও অর্জন করতে হবে।’

প্রসঙ্গত, বর্তমানে ‘হিরোপানতি’ ছবির পরবর্তী সিকুয়েলের কাজে ব্যস্ত আছেন টাইগার।

এনএফ৭১/এবিআর/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top