পরীমনির ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখতে বললেন প্রসেনজিৎ
নিশি রহমান | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৩, ০৪:২৭
গত ২০ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। বসুন্ধরা নুডলস নিবেদিত সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।
আরও পড়ুন>>> বাস্তবে কেমন জীবনসঙ্গী চান? জানালেন নোরা ফাতেহি
ছবিটি মুক্তির আগে থেকেই প্রচারণার মাঠে নেমে ছিলেন পরীমনি। অন্যদিকে কলকাতায় অবস্থান করার কারণে সশরীরে থাকতে পারেননি সিয়াম। তবে কলকাতা থেকে সিয়াম এক ভিডিও বার্তায় ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। ঐ ভিডিওতে দেখা যায়, পরীমনি ও সিয়াম অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখতে আহ্বান জানাচ্ছেন কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
প্রসেনজিৎ বলেন, ‘‘আমি খুব আনন্দিত যে, সিয়ামের নতুন ছবি মুক্তি পেয়েছে, যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেই গল্প নিয়ে ওরা সিনেমা করেছে এবং তোমরা সবাই হলে চলে যাও এটি দেখতে।’’
প্রসেনজিৎ আরও বলেন, ‘‘আমিও দু’বছর অন্তর অন্তর ‘কাকাবাবু’ করি বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের জন্য ছবি কম হয়। তাই এটা সবার জন্য বড় সুযোগ। সবাই হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি দেখো। আমিও অপেক্ষায় থাকবো ছবিটি দেখার জন্য।’’
লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে এটি। পরীমণি ও সিয়াম আহমেদ ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আবু হুরায়রা তানভীরসহ প্রায় ২০ জন শিশুশিল্পী।
বিষয়: ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ কলকাতা সুপারস্টার ‘কাকাবাবু’ শিশুশিল্পী প্রসেনজিৎ newsflash71 Latest News Update News News Flash News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।