বাংলা ও হিন্দি গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

শাকিল খান | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩, ২৩:১১

মাহফুজুর রহমান

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে মাহফুজুর রহমানের গাওয়া একক সংগীতানুষ্ঠান। ঈদের অনুষ্ঠানে তার কণ্ঠের প্রচারিত গান নিয়ে শ্রোতাদের মাঝে বিভিন্নমুখী আলোচনা চলে দীর্ঘদিন। বলা যায় ঈদের অনুষ্ঠানে একশ্রেণির শ্রোতা মাহফুজুর রহমানের গানের জন্য মুখিয়ে থাকেন।

তারই ধারাবাহিকতায় এবারও ঈদে থাকছে তার গানের একক আয়োজন। এর শিরোনাম ‘হৃদয় তোমাকেই চায়’। ইতিমধ্যে এই ঈদ অনুষ্ঠানের তিনটি হিন্দি গান ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’, ‘রাফতা রাফতা’ এবং ‘ওহ মেরে সামনে তাসভীর বানে’। আর গান গুলো প্রকাশ করা হয়েছে এটিএন বাংলার ফেসবুক ও ইউটিউবে।

এদিকে মাহফুজুর রহমানের গান প্রকাশের পর থেকে বরাবরের ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে হিন্দি গান শ্রোতাদের মাঝে বেশি আলোচনার জন্ম দিয়েছে। 

গানগুলোর শিরোনাম হচ্ছে, ‘জানো না’, ‘ভালোবাসি বলে’, ‘আমি তোমার’, ‘বেইমান’, ‘ঠিকানা’, ‘জীবন সাথী’, ‘আমার ভালোবাসা অন্যরকম’, ‘তুমি সত্যি করে বলো’ এবং ‘রিমিক্স দাইমা-২’।

এটিএন বাংলার পক্ষ থেকে জানানো হয়, এবারের অনুষ্ঠানে গান থাকছে মোট ১২টি। গানগুলোর সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ ও এস আই সুমন। কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, এস আই সুমন ও ড. মাহফুজুর রহমান। বেশির ভাগ গানের দৃশ্যধারণ করা হয়েছে এটিএন বাংলার স্টুডিওতে।

জানা গেছে, ঈদের দিন রাত সাড়ে ১০টায় ‘হৃদয় তোমাকেই চায়’ অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। পাশাপাশি এর গানগুলো প্রকাশ হবে এটিএন বাংলার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top