মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

এবার এনসিবি'র টার্গেটে সারা খান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২১, ১৬:৩৭

মাদক গ্রহণের অভিযোগে এবার এনসিবি'র নজরে সারা আলি খান। আরও আছেন রকুল প্রীত ও সিমন খামবাট্টা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এনসিবি'র জিজ্ঞাসাবাদের সময়ে রিয়া চক্রবর্তী এই ৩ জনের নাম নিয়েছেন।

রিয়া এনসিবি'কে জানিয়েছেন, সারাসহ এই দুই অভিনেত্রী মাদক নিয়েছেন। ২০ পাতার লম্বা বিবৃতিতে এই ৩ অভিনেত্রীর নাম বিশেষভাবে নিয়েছেন রিয়া।

সঙ্গে নজরে রয়েছে বলিউডের আরও বেশ কয়েকজন অভিনেতার নামও। নজরে রয়েছেন মুকেশ ছাবড়া, রাকুলপ্রীত সিং, রোহিনী লায়র-সহ বেশ কয়েকজন।

জানা গেছে, আগামী কয়েক দিনে বলিউডে অভিনেতাদের এক এক করে এনসিবি জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে।

ইতিমধ্যেই এনসিবির দুই পদস্থ কর্মকর্তা পি এস মালহোত্রা এবং ডি জি আস্থানাকে নিয়ে বৈঠক শুরু করেছেন। বি টাউনের ওই হাই প্রোফাইল ব্যক্তিদের সমন পাঠানোর আগে সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা।

এদিকে মাদক মামলায় শুক্রবারও জামিন পাননি রিয়া চক্রবর্তী। ফলে তাকে আপাতত বাইকুল্লা জেলেই থাকতে হচ্ছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top