এক জন শ্রদ্ধা কাপুর ও তার কাঁঠালের বিরিয়ানি !

ফারহানা মির্জা | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩, ১৬:২৯

ছবি: সংগৃহীত

কাচ্চি কিংবা চিকেন বিরিয়ানি খেয়েছেন সবাই। কিন্তু কখনও কি কাঁঠালের বিরিয়ানি খেয়েছেন? নিশ্চয়ই খাননি। মৌসুমী এই ফল দিয়ে বিরিয়ানিই তো হয় না।

কিন্তু শুনলে অবাক হবেন, শ্রদ্ধা কাপুর কাঁঠালের বিরিয়ানি খেয়েছেন। এমনকি এই বিরিয়ানি নাকি তার অনেক পছন্দের।স্বাস্থ্য ঠিক রাখতে নিরামিষ খাবার খান শ্রদ্ধা । নায়িকা বলে কথা, মুটিয়ে গেলে তো হবে না। তাই চিকেন কিংবা কাচ্চি নয়, কাঁঠালের বিরিয়ানিতে মজেছেন এই বলিউড সুন্দরী।

সেই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করতেই ভাইরাল হয়ে যায়। প্রশ্ন উঠতে পারে বিরিয়ানির ছবি এত ভাইরালের কী হলো?

শ্রদ্ধা যে খাবারের থালার ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে মশলাযুক্ত ভাত। প্লেটে বুন্দি রায়তা এবং আচারসহ পেঁয়াজের টুকরাও দেখতে পাওয়া যাচ্ছে। ছবির ক্যাপশানে তিনি লেখেন, ‘হ্যাঁ, নিরামিষাশীদেরও বিরিয়ানি আছে। এটা কাঁঠালের বিরিয়ানি। মোটেও পোলাও নয়।’

এর আগে শ্রদ্ধা কাঁঠাল খাওয়ার ছবিও ইনস্টাস্টেরিতে পোস্ট করেছিলেন। অনেকেই মনে করেন সবজি বিরিয়ানি বলে আদৌ কিছু হয় না। বিষয়টা আসলে পোলাও। তবে নিরামিষভোজীদের দাবি কাঁঠাল বিরিয়ানিও মাংসের বিরিয়ানির মতোই সুস্বাদু হয়।

এর আগে ভারতের স্বাধীনতা দিবসের দিন শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে তার খাবারের থালার এক ঝলক শেয়ার করেছিলেন। সেখানে ছিল বেশ কয়েকটি ঐতিহ্যবাহী মহারাষ্ট্রের সুস্বাদু খাবার। সেখানে ছিল পুরী, ভাজি, বরণ ভাত, কচোরি, ক্ষীর এবং গাভার। শ্রদ্ধা খুব যত্ন সহকারে প্রতিটি খাবারের আইটেম তাদের নামসহ জানিয়েছিলেন। তবে শ্রদ্ধার খাবার গুলো দেখতে যত টানা ভালো লাগে, তার নিজের ছবি দেখতে আরো বেশি মন জুড়ে যায়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top