করোনায় 'কনসার্ট ফর বাংলাদেশ' এর সহ-প্রযোজকের মৃত্যু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ২১:২৯
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর সহ-প্রযোজক ফিল স্পেক্টর আর নেই। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
মার্কিন গণমাধ্যম জানায়, করোনায় আক্রান্ত হয়েছিলেন ফিল স্পেক্টর। করোনা পজিটিভি হওয়ার পর থেকে হাসপাতালেই চিকিৎসা চলছিল তার। কিন্তু সুস্থ হয়ে ফেরা হলো না, চলে গেলেন না ফেরার দেশে।
পপ সংগীতের 'ওয়াল অব সাউন্ড' রেকর্ডিং ধারার প্রবর্তন করেন ফিল স্পেক্টর। 'কনসার্ট ফর বাংলাদেশ' অ্যালবাম সহ-প্রযোজনার জন্য ১৯৭৩ সালে গ্র্যামি পুরস্কার পান তিনি।
এছাড়া গত শতকের ষাটের দশকে অসংখ্য হিট গানের প্রযোজনা করেন তিনি। রোলিং স্টোন ম্যাগাজিনের ইতিহাস-সেরা শিল্পীদের তালিকাতেও স্থান দেওয়া হয় তাকে।
২০০৩ সালে লানা জিন ক্লার্কসন নামে হলিউডের এক অভিনেত্রীকে হত্যার অভিযোগ ওঠে ফিলের বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৯ সালে আদালত তাকে ১৯ বছরের কারাদণ্ড দেয়।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।