সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

মৌমাছির কামড়ে হাসপাতালে অভিনেতা মিলন

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২১, ২০:০১

অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্য

মানিকগঞ্জের বেথিলা জমিদার বাড়িতে শুটিং করতে গিয়ে মৌমাছির কামড় খেয়ে এখন হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন ছোটপর্দার অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্য। ওই ঘটনায় শুটিং ইউনিউটের মোট ১৭ জন মৌমাছির আক্রমণের স্বীকার হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘একসঙ্গে হাজার মৌমাছি আমাদের আক্রমণ করে। সবাই ছন্নছাড়া হয়ে দৌড়াতে থাকি। মিলনের গায়ে লাল পাঞ্জাবি থাকায় তিনি যেদিকে দৌড়েছেন মৌমাছিও সেদিকে গেছে। একপর্যায়ে শতশত মৌমাছি তার ধুতি-পাঞ্জাবির ভেতরে ঢুকে পড়ে এবং কামড়াতে থাকে। তখন তিনি মাটিয়ে লুটিয়ে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। তার শারীরিক অবস্থা খারাপ দেখে সঙ্গে সঙ্গে তাকে মানিকগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কতদিন মিলনকে হাসপাতালে থাকতে হবে, তা এখনই বলা যাচ্ছে না।’

মৌচাকে কেউ ঢিল ছোড়ার করণেই হঠাৎ করে হাজার হাজার মৌমাছি এভাবে তেড়ে এসেছে বলে ধারণা শুটিং ইউনিটের সবার। দোদুল বলেন, ‘কিছুতেই যখন মৌমাছি তাড়ানো যাচ্ছিল না, তখন আমরা আগুনের মশাল জালিয়ে ধোয়া সৃষ্টি করি। এরপর দুই ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মৌমাছির আক্রমণে মিলনসহ শুটিং ইউনিটের মোট ১৭ জন আহত।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top