অবশেষে অক্টোবরে আসছে জেমস বন্ডের সিনেমা
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১, ০১:১০
জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তির তারিখ আরো একবার পেছাল। সিনেমাটি চলতি বছরের ২ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ৮ অক্টোবর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে জেমস বন্ডের ওয়েবসাইট ও টুইটারে। সেখানে জানানো হয়েছে, সিনেমাটি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ অক্টোবর।
করোনার কারণে এর আগে কয়েক বার মুক্তির তারিখ পিছিয়ে সিনেমাটি ২০২১ সালে ২ এপ্রিল মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। তখন ওয়েবসাইটে জানানো হয়েছিল, “আমরা বুঝতে পারছি, এই বিলম্ব আমাদের ভক্তদের হতাশ করবে। কিন্তু আমরা আগামী বছর একসঙ্গে ‘নো টাইম টু ডাই’ শেয়ার করব।”
গুপ্তচর-অ্যাকশনধর্মী সিনেমা ‘নো টাইম টু ডাই’ পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। মেট্রো গোল্ডউইন মেয়ার ও ইয়ন প্রডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন মাইকেল জি উইলসন ও বারবারা ব্রুকলি। সিনেমাটিতে ড্যানিয়েল ক্রেইগ তাঁর পঞ্চম আউটিংয়ে এমআই-৬ এজেন্ট জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন।
এনএফ৭১/ফামি/২০২১
বিষয়: জেমস বন্ড নো টাইম টু ডাই
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।