ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী

Nasir Uddin | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৫, ২০:২৪

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার বিতর্ক যেন পিছু ছাড়তে চাইছে না। কিছুদিন আগে সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় মুখ খুলে কটাক্ষের শিকার হন এ অভিনেত্রী। সাইফের প্রতি সমবেদনা জানানোর পরিবর্তে নিজের লাখ টাকার ঘড়ি শো-অফ করেন ঊর্বশী। এ ঘটনা দেখে সোশ্যাল মিডিয়ায় ‘অসংবেদনশীল’ বিশেষণ দেওয়া হয় এ অভিনেত্রীকে। যদিও পরে ক্ষমা চেয়ে নেন তিনি। এবার বাথরুম থেকে ফাঁস হওয়ার ২৩ সেকেন্ডের ভিডিও নিয়ে মুখ খুললেন ঊর্বশী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছর উর্বশীর স্নান ঘরের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সরগরম হয়ে ওঠে নেট দুনিয়া। বিষয়টি নিয়ে সে সময় বিরক্ত প্রকাশ করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, কীভাবে দৃশ্যটি ফাঁস হয়েছে তা নিয়ে কোনো ধারণাই নেই তার।

এবার কথা ঘোরালেন নায়িকা। জানালেন ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছিল। তার পূর্ণ সম্মতি ছিল এতে। কারণ হিসেবে তিনি জানান, স্নান ঘরের ভিডিওটি ছিল ‘ঘুসপেঠিয়ে’সিনেমার। জমি বন্ধক রেখে সিনেমাটি বানিয়েছিলেন নির্মাতা্রা। ফলে যেকোনো প্রকারে সফল করতে চাইছিলেন নির্মাণটি।

উর্বশীর কথায়, ‘ওদের বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল। জমি-ভিটেও ছাড়ার উপক্রম। রাস্তায় নেমে আসার পরিস্থিতি তৈরি হয়েছিল। আর তাই তারা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলেন। আর তারপরই তারা ওই ভিডিও নিয়ে আমার অনুমতি চান। এমন নয়, দৃশ্যটিতে আমি বিশেষ কিছু করেছিলাম। তবুও ওরা দৃশ্যটি আগেভাগে লিক করতে চাইছিলেন।’

তবে উদ্দেশ্য সফল হয়নি নির্মাতাদের। কেননা ২০২৪-এ মুক্তিপ্রাপ্ত ছবিটি ব্যবসা করতে পারেনি।

ফাঁস হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, ঊর্বশী বাথরুমে প্রবেশ করছেন। তার পরনে ছিল সালোয়ার কামিজ। গোসলখানার দরজা বন্ধ করে জামাকাপড? খুলতে যাবেন এমন সময় ভিডিওটি বন্ধ হয়ে যায়। সবাই ভিডিওটি দেখে অবাক হয়েছেন। এমন ব্যক্তিগত মুহূর্ত কীভাবে প্রকাশ্যে এসেছে-এ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top