অস্কারে ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন শন বেকার, অত:পর যা হলো

রাজীব রায়হান | প্রকাশিত: ৪ মার্চ ২০২৫, ১২:৫০

ছবি: সংগৃহীত

‌‘অ্যানোরা’ ছবিটি নিয়ে আলোচনা চলছিল মনোনয়ন পাওয়ার পর থেকেই। বিশ্বের নানা পুরস্কারের মঞ্চে ছবিটি একের পর এক সাফল্য পেয়েছে। সমালোচকদের প্রশংসা পেয়েছে। স্বভাবতই অনেকে ধরে নিয়েছিলেন অস্কারেও এই সিনেমাটি ভালো সাফল্য পাবে। হলোও তাই। ছবিটি মোট পাঁচটি পুরস্কার জিতে নিয়েছে।

তবে এরমধ্যে ছবিটির পরিচালক শন বেকার আবার গড়ে ফেলেছেন অনন্য এক ইতিহাস। এক আসরে চারটি পুরস্কার পেয়ে ৭০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। আগে এই পুরস্কারটি হলিউডের কিংবদন্তি ওয়াল্ট ডিজনির দখলে ছিল।

‘অ্যানোরা’ পরিচালক ৯৭তম অস্কারের মঞ্চে বেস্ট পিকচার, বেস্ট ডিরেক্টর, বেস্ট এডিটিং এবং বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কৃত হয়েছেন। এক রাতে চারটি অস্কার জেতার এই কৃতিত্বে তিনি এখন সবার শীর্ষে। এর আগে ১৯৫৪ সালে এমন অর্জন করেছিলেন ওয়াল্ট ডিজনি।

৪টি পুরস্কার জিতে ইতিহাস গড়ার পর বক্তব্য পেশ করেন শন। তিনি বলেন, 'সকলের কাছে নিবেদন দয়া করে সবার আগে আপনারা সিনেমার থিয়েট্রিক্যাল রিলিজের দিকে নজর দিন। প্রত্যেক বাবা মায়েদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সন্তানদের ফিচার ফিল্মের সঙ্গে পরিচয় করান, তবেই পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা চলচ্চিত্রপ্রেমী হয়ে উঠবে। সব সময় ছেলেমেয়েদের নিয়ে সিনেমা হলে সিনেমা দেখুন, তাহলে বড় পর্দায় সিনেমা দেখার ঐতিহ্য বজায় থাকবে।'

বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডাবলি থিয়েটারে অস্কারের ৯৭তম আসরে এ ঘোষণা দেয়া হয়। জমকালো এই আসরে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের নামও ঘোষণা করা হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top