মুক্তি পাচ্ছে অধরার 'পাগলের মতো ভালোবাসি'
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২১, ২২:৫১
প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে শুটিং হওয়া অধরা খান, আসিফ নূর ও সুমিত সেনগুপ্তকে নিয়ে করা সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’ এর মুক্তি পাচ্ছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাগলের মতো ভালোবাসি’। প্রযোজনা প্রতিষ্ঠান সিক্স ডি প্রোডাকশনস দীর্ঘ সময় নিয়ে ছবিটি মুক্তি দিতে যাচ্ছে।
প্রসঙ্গত, সিনেমাটি সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় গেল বছরের মার্চে। ফলে ছবির মুক্তিতে কোনো আইনগত বাঁধা ছিলো না। তবে এরপরই করোনাভাইরাসের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। তাই সিনেমাটি মুক্তি দিতে পারেননি নির্মাতা-প্রযোজক।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: অধরা সুমিত সেনগুপ্ত আসিফ নূর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।