শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

প্রেমের সপ্তাহে নবাগতদের প্রেমের ছবি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১৯:৩১

শ্বেতা, সৌম্য, সুস্মিতা ও অনিন্দ্য

পরিকল্পনা ছিল দ্রুত ছবির শুটিং শেষ করে রিলিজ় করার। প্রযোজনা সংস্থার সেই ইচ্ছেতে বাদ সেধেছিল করোনা। ‘প্রেম টেম’-এর শুট শেষ হওয়ার পরেই লকডাউন হয়। এই ছবি দিয়ে এসভিএফ-এ পরিচালক হিসেবে পা রেখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

ছবি নিয়ে তাঁর চিন্তা তো ছিলই, পাশাপাশি ‘প্রেম টেম’ দিয়ে ডেবিউ করা সৌম্য মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র নিজেদের কেরিয়ার নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অবশেষে অতিমারিকে জয় করে ভ্যালেন্টাইনস ডে-এর প্রাক্কালে মুক্তি পাচ্ছে ছবি। অনিন্দ্য অবশ্য বলছেন, দেরি হওয়ায় সময় নিয়ে পোস্ট--প্রোডাকশন করতে পেরেছিলেন। পরিচালক তাঁর প্রতিটি ছবিতেই নতুন মুখেদের সুযোগ দেন। এটা কি ঝুঁকি নয়? ‘‘চিত্রনাট্যের দাবি মেনেই কাস্টিং করা হয়েছে,’’ বক্তব্য তাঁর।

ছবির তিন নবাগতেরই প্যাশন অভিনয়। আরশির চরিত্রে থাকা শ্বেতা যেমন বটানি নিয়ে স্নাতক হওয়ার পরে ‘জাহানারা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। জানালেন, অভিনয়কেই কেরিয়ার করতে চান। জাতীয় স্তরে বিজ্ঞাপন করার সুবাদে ছবির প্রস্তাব পেয়েছিলেন রাজি ওরফে সুস্মিতা। আসানসোলের মেয়ের টলিউডের জার্নিটা ঠিক কেমন? ‘‘ছোটবেলা থেকে অভিনয়ের ইচ্ছে ছিল। কিন্তু মধ্যবিত্ত বাড়িতে যেমন হয়, বাবা-মা চাইতেন পড়াশোনা শেষ করি। ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে চাকরির অফার লেটার নিয়ে বাড়ি গিয়ে বলি, এ বার আমাকে অভিনয়ের প্যাশন ফলো করতে দেওয়া হোক। বাড়ি থেকে দু’বছর সময় দেওয়া হয়েছিল। তার মধ্যেই ‘প্রেম টেম’ হয়ে গেল,’’ হাসি ছড়িয়ে বললেন সুস্মিতা। তাঁর মতোই বিজ্ঞাপনের কাজ দেখে অডিশনে ডাকা হয়েছিল সৌম্যকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্র মাস্টার্স ছেড়েছিলেন মাঝপথে। ‘‘একটু ঝুঁকি নিয়েই পড়া ছেড়েছিলাম। এখন অভিনয় নিয়েই ভাবছি,’’ মন্তব্য সৌম্যর।

এনএফ৭১/ফামি /২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top