মানবিক সহয়তা চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন ফারিন
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৫

ঢাকা থেকে টাঙ্গাইলে নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন লাইট ও জেনারেটরবাহী গাড়ির পাঁচজন কর্মী। এর মধ্যে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন লাইটম্যান সহকারী রবিন।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) এ চিকিৎসাধীন অবস্থায় রবিনের একটি হাত কেটে ফেলা হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, তাঁর একটি পাও ঝুঁকিতে রয়েছে। বর্তমানে জীবন ও ভবিষ্যৎ দুটিই অনিশ্চয়তার মুখে পড়েছে রবিনের।
রবিনের পরিবার জানায়, তিনি অত্যন্ত হতদরিদ্র পরিবারের সন্তান। তাঁর একটি দুই বছরের কন্যাসন্তান রয়েছে। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম সদস্য রবিন এখন হাসপাতালে শয্যাশায়ী। চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান দিতে হিমশিম খাচ্ছে পরিবার।
মানবিক সহায়তার আবেদন জানিয়ে শোবিজ অঙ্গনের তারকারা ইতিমধ্যে এগিয়ে আসতে শুরু করেছেন। অভিনেত্রী তাসনিয়া ফারিণ বুধবার (১১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে রবিনের ঘটনার বর্ণনা দিয়ে লিখেন, “আসসালামু আলাইকুম, ফিল্ম অ্যান্ড মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের সদস্য লাইটম্যান রবিন গত ৪ সেপ্টেম্বর ভোররাতে শুটিংয়ের কাজে টাঙ্গাইল যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়ে বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর চিকিৎসা ও ভবিষ্যতের জন্য আমাদের সবার পাশে থাকা জরুরি।”
ফিল্ম অ্যান্ড মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শিল্পী ও সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তার অনুরোধ জানানো হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।