আদালতে হাজির অভিষেক বচ্চন, ব্যক্তিত্বের অধিকার রক্ষার আর্জি
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৭

ঐশ্বরিয়া রাই বচ্চনের পর এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা অভিষেক বচ্চন। ব্যক্তিগত তথ্য ও প্রচারের অধিকার রক্ষার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
অভিষেকের আইনজীবীদের অভিযোগ, বিভিন্ন সংস্থা তার নাম, কণ্ঠস্বর এবং ভিডিও বেআইনি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এতে অভিনেতার ব্যক্তিত্বের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (আই) ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর ছবি-ভিডিও বানানো হচ্ছে বলেও আদালতে অভিযোগ তোলা হয়েছে।
বিচারপতি এ বিষয়ে গুরুত্ব দিয়ে জানান, আদালত মামলাটি বিস্তারিতভাবে বিবেচনা করবে।
উল্লেখ্য, সম্প্রতি অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও একই ধরনের অভিযোগে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।