শাহরুখ খানের প্রথম জাতীয় পুরস্কার গ্রহণে দেশে ফেরা
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮

বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের ব্যস্ততা এখন দুই মেরুতে। একদিকে পোল্যান্ডে পরিচালক সিদ্ধার্থ আনন্দের আলোচিত সিনেমা ‘কিং’–এর শুটিং, অন্যদিকে ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি গ্রহণের অপেক্ষা।
বলিউড সূত্র জানাচ্ছে, হঠাৎ শুটিং ফেলে দেশে ফেরার বিশেষ কারণ রয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে নিজের প্রথম জাতীয় পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান।
১৯৯২ সালে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা দীর্ঘ তিন দশক পর প্রথমবার জাতীয় পুরস্কার পাচ্ছেন। ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জাওয়ান’ সিনেমার জন্যই এসেছে এই সম্মান। তাই এই অর্জনকে জীবনের অন্যতম বড় মাইলফলক মনে করছেন তিনি।
সাদা চুল আর খোঁচা দাড়ির নতুন লুক, বাজেটভিত্তিক শুটিং আর তারকাখচিত কাস্টের কারণে ‘কিং’ নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে সুপারস্টারের কাছে এখন সবচেয়ে বড় মুহূর্ত রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় স্বীকৃতি গ্রহণ। তাই সব কাজ সরিয়ে পোল্যান্ড থেকে দেশে ফিরছেন বলিউড বাদশাহ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।