দুলকার সালমান ও ডায়ানা পেন্টি একশাথে
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ২০:৪২
নিজের একটি প্রযোজনায় পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন ভারতের দক্ষিণী তারকা দুলকার সালমান। এই কপ ফিল্মে বলিউড অভিনেত্রী ডায়ানা পেন্টির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এ সুদর্শন অভিনেতা
দুলকার সালমান জানান ‘আমাদের নতুন সিনেমায় তোমাকে স্বাগতম, ডায়ানা পেন্টি! তোমাকে পেয়ে আমরা খুবই উৎফুল্ল। আশা করি, তুমি এই সিনেমায় সেরা সময় কাটাবে...।’ সেইসঙ্গে দুজনের ছবি প্রকাশ করেছেন দুলকার।সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডায়ানা পেন্টি। এ সিনেমার মাধ্যমে তাঁর মালয়ালাম ভাষার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে।পত্রপত্রিকার খবর, দুলকার সালমান ও ডায়ানা পেন্টি উভয়েই পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন নাম ঠিক না হওয়া এ সিনেমায়।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ববি-সঞ্জয়। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মনোজ কে জয়নকে। এ সিনেমার সংগীতায়োজন করবেন বিখ্যাত তামিল মিউজিশিয়ান সন্তোষ নারায়ণ, এর মাধ্যমে তাঁরও মালয়ালাম সিনেমায় অভিষেক হতে যাচ্ছে। সম্পাদনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সম্পাদক এ শ্রীকর প্রসাদ। সিনেমাটি প্রযোজনা করছে দুলকার সালমানের প্রযোজনা সংস্থা ওয়েফারার ফিল্মস।
এন এফ৭১/ফামি/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।