দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ, দায় স্বীকার রোহিত গোদারা-গোল্ডি ব্রার চক্রের
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৩

ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে সিভিল লাইনস এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই হামলাকারী টানা দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। ঘটনার সময় দিশা পাটানি মুম্বাইয়ে ছিলেন।
বেরেলির পুলিশ সুপার (এসএসপি) অনুরাগ আর্য জানান, ভোর প্রায় সাড়ে ৪টার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। বাড়ির নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলাটি ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে। হামলাকারীদের ধরতে পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এ ছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রোহিত গোদারা-গোল্ডি ব্রার চক্র ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে। তাদের দাবি, দিশা ও তাঁর বোন আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অসম্মান করেছেন। এর জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গোল্ডি ব্রার চক্র ও তার নেটওয়ার্ককে কেন্দ্র করে ইতোমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।