রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

ফারুকীর নতুন ওয়েব সিরিজ ‘৮৪০’ আসছে আইস্ক্রিনে

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬

ছবি: সংগৃহীত

মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় নাটক ‘৪২০’ একসময় ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। সেই ধারাবাহিকের ডাবলআপ হিসেবে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘৮৪০’। এবার সেটিই আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) একটি পোস্টার শেয়ার করে আইস্ক্রিন জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ফারুকী নির্মিত রহস্যঘেরা এই ওয়েব সিরিজটি।

‘৮৪০’ প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম।
চিত্রগ্রহণে ছিলেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ। সম্পাদনা করেছেন তাহসিন মাহিম এবং শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া রয়েছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান এবং রাজশাহী ও নওগাঁর স্থানীয় কয়েকজন শিল্পী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top