তাহসান পত্নি রোজা আহমেদের নতুন শাড়ি লুকে মুগ্ধ ভক্তরা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৭

ছবি: সংগৃহীত

দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ ফের এলেন আলোচনায়। নিজের স্টাইলিশ উপস্থিতি দিয়ে নিয়মিত ভক্তদের মুগ্ধ করা এই তারকা রোববার রাতে দুটি নতুন ছবি শেয়ার করেন।

ছবিগুলোতে তাকে দেখা যায় হালকা ধাঁচের একটি হলুদ শিফন শাড়িতে। শাড়িটির মূল জমিন হলুদ হলেও এতে গোলাপি ও অন্যান্য শৈল্পিক ছোঁয়া যোগ হয়ে দিয়েছে এক ভিন্ন মাত্রা। ফলে পুরো লুকটি পেয়েছে এক নান্দনিক রূপ।

আগেও রোজাকে শাড়িতে দেখা গেলেও সেগুলো ছিল মূলত বিয়ের আয়োজনে। তবে এবার তিনি হাজির হয়েছেন একেবারে ভিন্ন ধাঁচের শাড়ি সাজে। নতুন এই লুক ভক্তদের কাছে ইতোমধ্যেই দারুণ সাড়া ফেলেছে।

এর আগে তাকে দেখা গেছে ওয়েস্টার্ন পোশাক, টপস, ট্রাডিশনাল স্যালোয়ার কিংবা গাউনে। প্রতিবারই ভিন্ন স্টাইল ও ফ্যাশনে আলোচনায় এসেছেন তিনি। আর এবার শাড়ির এই আভিজাত্যপূর্ণ রূপে আবারও মুগ্ধ করেছেন দর্শক-ভক্তদের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top