বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

অস্কারজয়ী কিংবদন্তি রবার্ট রেডফোর্ড আর নেই

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫

ছবি: সংগৃহীত

অস্কারজয়ী হলিউড অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। চলচ্চিত্র জগতে ছয় দশক ধরে অভিনয় ও পরিচালনায় অনন্য প্রতিভার স্বাক্ষর রাখা এই কিংবদন্তি গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। খবর এএফপি।

পাবলিসিটি ফার্ম রজার্স অ্যান্ড কাউয়ান পিএমকের সিইও সিন্ডি বার্জার এক বিবৃতিতে জানান, রেডফোর্ড ঘুমের মধ্যে মারা গেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তিনি ইউটাহর সানড্যান্সে প্রিয় আবাস্থলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৯৩৬ সালের ১৮ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্মগ্রহণ করা রবার্ট চার্লস রেডফোর্ড জুনিয়র ১৯৬৯ সালে বাচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড চলচ্চিত্রে পল নিউম্যানের সঙ্গে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। পরে তিনি দ্য স্টিং (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পান।

অভিনয়ে দুই দশক পার করার পর রেডফোর্ড ক্যামেরার পেছনে যান এবং অর্ডিনারি পিপল (১৯৮০) চলচ্চিত্র পরিচালনা করে সেরা পরিচালকের অস্কার জয় করেন। ২০০২ সালে তিনি সম্মানসূচক লাইফটাইম অ্যাচিভমেন্ট অস্কার লাভ করেন।

পরিবেশপ্রেমী ও উদারচেতা রবার্ট রেডফোর্ড যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব সানড্যান্স চলচ্চিত্র উৎসব প্রতিষ্ঠা করেন ১৯৮৫ সালে। এই উৎসব থেকেই জিম জারমুশ, কুইন্টিন টারান্টিনো ও স্টিভেন সোডারবার্গের মতো খ্যাতনামা স্বাধীন নির্মাতারা বিকশিত হন।

রেডফোর্ডের প্রিয় চরিত্রগুলোর মধ্যে অন্যতম ছিল অল দ্য প্রেসিডেন্টস ম্যান (১৯৭৬), যেখানে তিনি ওয়াশিংটন পোস্টের সাংবাদিকের চরিত্রে অভিনয় করে ওয়াটারগেট কেলেঙ্কারির অনুসন্ধানী সাংবাদিকতার কাহিনি তুলে ধরেন।

ব্যক্তিজীবনে তিনি প্রথম স্ত্রী লোলা ভ্যান ওয়াগেননের সঙ্গে চার সন্তানের জন্ম দেন। তবে তাদের একজন শিশু বয়সে মারা যায়। ২০০৯ সালে জার্মান শিল্পী সিবিলি জাগার্সকে বিয়ে করেন তিনি।

রবার্ট রেডফোর্ড শুধু অভিনেতা বা নির্মাতা নন, প্রকৃত অর্থেই ছিলেন পরিবেশবাদী, সংস্কৃতিপ্রেমী এবং স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top