ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভানের জন্মদিন আজ
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহাদ আহমেদ জোভান আজ (১৮ সেপ্টেম্বর) ৩৩ বছরে পদার্পণ করেছেন। ১৯৯২ সালের এদিন তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ব্যবসায়ী। তিন ভাইবোনের মধ্যে তিনি বড়; তার এক ছোট ভাই ও এক বোন রয়েছে।
২০১১ সালে বাংলাদেশের শীর্ষ খাদ্যপণ্য কোম্পানি প্রাণ-এর একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে শোবিজ অঙ্গনে তার যাত্রা শুরু হয়। এরপর ২০১৩ সালে আতিক জামানের ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’-তে অভিনয়ের মধ্য দিয়ে নাট্যাঙ্গনে অভিষেক ঘটে তার। এরপর থেকে একের পর এক কাজের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
জোভানের জন্মদিনে মিডিয়ার অনেক পরিচালক, লেখক এবং সহকর্মী শিল্পীরা শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রী সাজিন আহমেদ নির্জনাও তাদের একটি ছবি পোস্ট করে আবেগঘন শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “শুভ জন্মদিন আমার পাখি, আমার সবচেয়ে ভালো বন্ধু এবং সবচেয়ে আশ্চর্যজনক স্বামী। আপনার সাথে প্রতিটি দিন একটি আশীর্বাদের মতো মনে হয়। আমি আপনার ভালোবাসা, উদারতা এবং জীবনকে উজ্জ্বল করে তোলার জন্য কৃতজ্ঞ। আশা করি এই বছর আপনাকে অফুরন্ত আনন্দ, সাফল্য এবং হৃদয়ের সব চাওয়া পূর্ণতা এনে দেবে। আমি তোমাকে ভাষায় প্রকাশের চেয়ে বেশি ভালোবাসি।”
অভিনয় জগতে প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করে চলা এ তারকার জন্মদিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও শুভেচ্ছা জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।