অপু বিশ্বাসের মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১

ফাইল ছবি

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আজ তার মা শেফালি বিশ্বাসের ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণ করছেন। অপু বিশ্বাসের মা ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে লিখেছেন, “আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়। এক বুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।”

অভিনেত্রী অপু বিশ্বাস ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর সন্তান আব্রাম খান জয়ের জন্মের মাধ্যমে মা হন। সেই কারণে সেপ্টেম্বর মাস তার জন্য আনন্দের হলেও, মায়ের মৃত্যুর পর থেকে এই মাসটি তার কাছে একইসঙ্গে বেদনাদায়কও হয়ে উঠেছে।

আজকের এই দিনে অপু বিশ্বাস মা শেফালি বিশ্বাসকে স্মরণ하며 সামাজিক মাধ্যমে আবেগপ্রবণ বার্তা শেয়ার করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top