মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মেহজাবিনের প্রশংসায় তাসনিয়া ফারিন।

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৮

ছবি: সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। মুক্তির দিনই সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রদর্শনী। সেই প্রদর্শনী শেষে সিনেমাটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

 

রিভিউতে ফারিণ লেখেন, ‘সাবা’ কেবল একটি গল্প নয়; এটি মা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে এক অসাধারণ যাত্রা। চরিত্রগুলোতে ফুটে উঠেছে জটিলতা, দ্বন্দ্ব ও মানবিক অনুভূতি। তিনি আরও লেখেন, গল্পটি কোনো সাদাকালো ক্যানভাস নয়, বরং সাহসিকতার সঙ্গে তুলে ধরা কিছু অস্বস্তিকর সত্য। যা দর্শককে ভাবায়, থামিয়ে দেয় এবং হৃদয় ছুঁয়ে যায়।

 

মেহজাবীনের অভিনয় নিয়েও প্রশংসা করেন ফারিণ। তার ভাষায়, কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী ‘সাবা’ কেবল অভিনয়ই করেন না, জীবনের কথা এমন আন্তরিকতায় বর্ণনা করেন যে দর্শক কখনো মুগ্ধ হন, কখনো আবেগাপ্লুত, আবার কখনো বিরক্তও হয়ে ওঠেন।

 

ফারিণের এই রিভিউ দেখে মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “মনটা ভরে গেল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top