হুমকির মুখে কপিল শর্মা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১
                                        জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার জীবনে নতুন করে আতঙ্কের ছায়া নেমেছে। ফোন ও ভয়ংকর ভিডিওতে একাধিক হুমকি পান কপিল। বিশাল অঙ্কের অর্থ দাবির পর অবশেষে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ পশ্চিমবঙ্গ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, দিলীপ চৌধুরী নামের ওই ব্যক্তি কপিল শর্মার কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করছিলেন। হুমকি প্রদানের সময় তিনি কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোন্ধরা এবং গোল্ডি বার এর নাম ব্যবহার করেছিলেন।
মাত্র দুই দিনেই (২২ ও ২৩ সেপ্টেম্বর) কপিলের কাছে প্রায় সাতবার হুমকি ফোন আসে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ যাচাই করছে, অভিযুক্তের কোনও আন্তর্জাতিক বা দেশীয় গ্যাংস্টারের সঙ্গে যোগসূত্র আছে কি না।
গ্রেপ্তারের পর অভিযুক্তকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে। আদালতে হাজির করা হলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এখন তদন্ত করছে, তিনি সত্যিই কোনও গ্যাংস্টারের সঙ্গে যুক্ত নাকি কেবল ভয় দেখিয়ে দ্রুত টাকা আদায়ের চেষ্টা করেছিলেন।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।