মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

কে 'সরি' বললেন পরীমনিকে?

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার গ্লামার অভিনেত্রী পরীমনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে একটি বড় লাল গোলাপের তোড়ার ওপর সাদা গোলাপ দিয়ে লেখা “সরি” এবং সঙ্গে রাখা আছে আইফোনের সর্বশেষ মডেল আইফোন ১৭ প্রো ম্যাক্স।

পরীমনি ছবিটি শেয়ার করে লজ্জার ইমোজি দিয়েছেন। তবে, তিনি তার পোস্টের মন্তব্য বক্স বন্ধ রেখেছেন। ছবি দেখে অনেক ভক্ত অভিনন্দন জানিয়েছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে, এই উপহারটি কি সম্প্রতি পরীমনির সঙ্গে প্রেমের গুঞ্জন চলা সঙ্গীতশিল্পী শেখ সাদি দিয়েছেন।

পরীমনি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি টেলিভিশনের নাটকে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পরিচিতি পান। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী এবং নবনীতা তোমার জন্য। বড় পর্দায় তিনি শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top