আর্থিক সংকটের কারনে নারী প্রযোজকের সাথে...
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪
                                        বলিউড অভিনেতা সাইফ আলী খান সম্প্রতি তার অভিনয় জীবনের শুরুর দিনগুলোকে স্মরণ করে এক সাক্ষাৎকারে জানান, তারকার সন্তান হওয়া সত্ত্বেও তিনি কঠিন আর্থিক সংকটে পড়েছিলেন।
সাক্ষাৎকারে সাইফ জানান, মাত্র ২১ বছর বয়সে তিনি তার চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। এরপর ২৫ বছর বয়সে প্রথম সন্তান সারার জন্ম হয়। সেই সময় পরিবার ও দায়িত্বের চাপ তার কাঁধে আসে।
তিনি আরও জানান, সেই সময় তাকে একটি অদ্ভুত প্রস্তাব দেওয়া হয়। একজন নারী প্রযোজক প্রতি সপ্তাহে ১০০০ টাকা পারিশ্রমিক দিতে চেয়েছিলেন, তবে শর্ত ছিল – প্রতিবার টাকা নেওয়ার সময় ওই প্রযোজকের গালে দশবার চুমু দিতে হবে। সাইফকে সেই শর্ত মেনে চলতে হয়েছিল।
তিনি বলেন, “লোকেরা ভাবতে পারে আমি সবসময়ই আর্থিকভাবে সচ্ছল। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নব্বইয়ের দশকের প্রথম দিকে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে।”
সাইফের এই স্বীকারোক্তি তারকা জীবনের উজ্জ্বল পর্দার আড়ালে থাকা কঠিন বাস্তবতা ও সংগ্রামের ছবি উন্মোচন করল।
আমি চাইলে এটিকে আরও সংক্ষিপ্ত ও সোশ্যাল মিডিয়া
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।