মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ক্যারিয়ারের রজতজয়ন্তী উপলক্ষে পেলেন বিশেষ সম্মাননা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৭

ছবি: সংগৃহীত

মেগাস্টার শাকিব খান ২৫ বছর ধরে ঢালিউডে দাপিয়ে চলছেন। বাংলা চলচ্চিত্রে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অসামান্য অবদান এবং জনপ্রিয়তাকে স্বীকৃতি জানাতে এইবার তিনি পেলেন বিশেষ সম্মাননা।

শাকিব খানকে ‘সিলভার জুবিলি অফ এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এই সম্মাননা প্রধান করেছে ‘দ্য ডেইলি স্টার’। ৭ সেপ্টেম্বর ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এর আয়োজনে এই পুরস্কারটি তাকে তুলে দেওয়া হয়।

নিজের অনুভূতি প্রকাশ করে শাকিব খান ফেসবুকে লিখেছেন, “চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা... আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না! এমন একটি সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ।”

শাকিব খানের এই বিশেষ সম্মাননা তার দীর্ঘ চলচ্চিত্রজীবনের এক মর্যাদাপূর্ণ মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top