মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

দ্বিতীয় বিয়ের কারণ জানালো ফারিয়া

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। গত সপ্তাহে দুই পরিবারের উপস্থিতিতে ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফারিয়ার নতুন জীবনের শুরু নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ ছিল না। অবশেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি তাঁর দ্বিতীয় বিয়ে এবং স্বামী তানজিম তৈয়বকে নিয়ে খোলাখুলি কথা বলেন।

ফারিয়া বলেন, তানজিম খুব ছোট ছোট বিষয় খেয়াল করেন, তাই তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তিনি বলেন, “কোনো মানুষ অসুবিধায় পড়লে যে ‘তোমার কিছু লাগবে?’ বলে জানতে চাইতে পারে, তা আমার জানা ছিল না। তিনি আমাকে বলেন, ‘তুমি যাচ্ছ, তোমার কী লাগবে? আমি করে দিচ্ছি, তোমার করতে হবে না।’—এই বিষয়গুলো হয়তো অনেকের কাছে সাধারণ মনে হয়, কিন্তু আমার জীবনের অভিজ্ঞতায় এটি অনেক বড় বিষয়।”

অভিনেত্রী আরও বলেন, “যখন আমি সম্পূর্ণ হোপলেস ছিলাম, ভেবেছিলাম জীবনের এই অংশটি এখানেই শেষ, ঠিক তখনই একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top