মুনমুনের ব্যক্তিগত সহকারী মাহি আর নেই।
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪১
                                        ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মুনমুনের দীর্ঘদিনের সহকারী মাহি অর্ণব আর নেই। বিষয়টি নিশ্চিত করেছেন মুনমুন নিজেই। তবে তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি অভিনেত্রী।
মুনমুন এক আবেগঘন বার্তায় বলেন, “আমার দীর্ঘদিনের এসিস্ট্যান্ট মাহি অর্ণব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করেই খবরটা শুনে খুব খারাপ লাগছে। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মাহি আমার সঙ্গে কাজ করেছে।”
প্রয়াত সহকারীর স্মৃতিচারণ করে মুনমুন আরও বলেন, “এখনো কানে বাজে, ফোন করে বলতো—‘আপু, কবে শুটিং করবা, কবে শো আছে।’ কাজে গেলে আমার সঙ্গে সেলফি তুলতে ভীষণ ভালোবাসতো। ও খুব দুঃখী ছেলে ছিলো। ওর জন্য সবাই দোয়া করবেন।”
মাহি অর্ণবের মৃত্যুর খবরে ঢালিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।