মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

পারসাকে ‘রাখি সাওয়ন্ত’ বললেন পাভেল

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা আবারও আলোচনায়। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে মজার ছলে লেখেন “এটা কী বললো!”

ভিডিওতে দেখা যায় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে। তিনি বলেন, “আলিয়া ভাটকে আমার কখনোই ভালো লাগে না। তোর চেহারার সঙ্গেও ওর কোনো মিল নেই। তবে তোকে দেখতে রাখি সাওয়ন্তের মতো।”

এই সংলাপ শোনার পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা মজা করে নানা মন্তব্য করছেন। কেউ লিখেছেন“পারসা রাখি সাওয়ন্ত, কিন্তু আরও কিউট।” আবার কেউ বলেছেন “এবার হয়তো রাখি সাওয়ন্তকেও পারসা ইভানার নাম শুনতে হবে।”

এছাড়া অনেকেই পারসা ইভানা ও সাইদুর রহমান পাভেলের বন্ধুত্বের প্রশংসা করেছেন। মজার ছলে করা এই ভিডিওটি ভক্তদের মধ্যে বেশ হাসির খোরাক জুগিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top