মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ভালোবাসার মানুষকে রক্ষা করতে মিথ্যা বলতে রাজি: সালমান খান

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন ও খোলামেলা মন্তব্যের কারণে। প্রেম, অবিবাহিত জীবন এবং কুমারত্ব নিয়ে আগে থেকেই আলোচনায় থাকলেও এবার টুইঙ্কল খান্নার শো ‘টু মাচ’-এ দেওয়া এক উত্তরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

শোটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে অংশ নেন সালমান খান। সেখানে টুইঙ্কল খান্না তাকে প্রশ্ন করেন, “ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা বলা কি ঠিক?”। প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও পরে সালমান স্পষ্টভাবে বলেন—

“১০০০% আমি মিথ্যা বলব, আমার ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য, যাই ঘটুক না কেন।”

তার এমন সোজাসাপ্টা উত্তর শুনে অবাক হয়ে যান টুইঙ্কল খান্না।

অন্যদিকে, প্রেমিকা চলে গেলে কাঁদা উচিত কিনা—এই প্রসঙ্গেও নিজের মতামত দেন সালমান খান। তিনি বলেন, “ভাই-বোন, মা-বাবা কিংবা পরিবারের জন্য কান্না করা স্বাভাবিক। কিন্তু প্রেমিকা চলে গেছে বলে কেঁদে কূল না পাওয়া একটু বাড়াবাড়ি।”

সালমান খানের এই মন্তব্যগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্ত তার সোজাসাপ্টা স্বভাবের প্রশংসা করলেও, কেউ কেউ বিষয়টিকে বিতর্কিত বলেও মন্তব্য করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top