অভিনেতা 'প্রবীর মিত্র' এর নামে চালু হলো ওয়েবসাইট
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০
                                        “পর্দার নবাব” খ্যাত কিংবদন্তী অভিনেতা প্রবীর মিত্রের জীবন ও ক্যারিয়ারকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করানোর জন্য ‘অ্যাক্টর প্রবীর মিত্র’ নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।
অভিনেতার ছেলে মিথুন মিত্র সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান। তিনি বলেন, “ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে তার নামে এই ওয়েবসাইট।”
ওয়েবসাইটটিতে প্রবীর মিত্রের জন্ম ও বেড়ে ওঠা, তার নাটক এবং চলচ্চিত্র ক্যারিয়ারসহ অনেক অদেখা স্থিরচিত্রও সংরক্ষিত রয়েছে।
প্রবীর মিত্র ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। স্কুলজীবন থেকেই তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকাই চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে। প্রবীর মিত্র ২০২৫ সালের ৫ জানুয়ারি না-ফেরার দেশে চলে যান।
ওয়েবসাইটের মাধ্যমে নতুন প্রজন্ম এখন তার জীবন ও শিল্পীর কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারবে।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।