মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

নতুন রূপে ধরা দিলেন পরীমনি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৩

ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক মাধ্যমে থাকেন বেশ সরব। কখনো ব্যক্তিজীবনকে ঘিরে, কখনো আবার নতুন সাজ-পোশাকে ভক্তদের চমক দেন তিনি। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পরীমণি তার ফেসবুক ও ইনস্টাগ্রামে নজরকাড়া পোশাক ও গহনায় দ্যুতি ছড়ালেন।

এইদিন তিনি মূলত একটি গহনার ব্র্যান্ডের ফটোশুটের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে পরীমণিকে দেখা গেছে নীল ও সোনালি রঙের লেহেঙ্গায়, যা কাতান বা বেনারসি সিল্কের তৈরি। লেহেঙ্গার সঙ্গে তিনি মানানসই ভারী গহনা পরেছেন—নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি। তার আকর্ষণীয় মেকআপ ও হেয়ারস্টাইল পুরো লুকটিকে আরও দারুণ করে তুলেছে।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তরা পরীমণির সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করেন। তার পোস্টে হাজার হাজার লাইক ও কমেন্ট দেখা গেছে। একজন ভক্ত লিখেছেন, “আপনাকে দেখতে রানীর মতো লাগছে।” অনেকে তার ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেছেন।

পরীমণির এই ফটোশুট আবার একবার প্রমাণ করলো, তিনি শুধু অভিনয়ই নয়, ফ্যাশন ও স্টাইলেও সমানভাবে নজর কাড়েন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top