শারদীয় দুর্গাপূজার আগে ভারতকে ইলিশ রপ্তানির অনুমতি, এক সপ্তাহে কতটুকু যাবে অনিশ্চিত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়। তবে রপ্তানি শুরুর প্রথম ১২ দিনে (১৬-২৭ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে মাত্র ৯৯ টন ইলিশ। আখাউড়া বন্দর দিয়ে গেছে আরও ৩৭ টন।
রপ্তানি সময়সীমা আগামী ৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীদের মতে, হাতে মাত্র এক সপ্তাহ থাকায় অনুমোদিত পুরো পরিমাণ ইলিশ রপ্তানি করা সম্ভব নাও হতে পারে।
রপ্তানিকারকরা জানাচ্ছেন, গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি হওয়ায় রপ্তানিও কম হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১,৫২৫ টাকা)।
তাদের আশঙ্কা, এত অল্প সময়ে পুরো চালান রপ্তানি করা কঠিন। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২,৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল, তবে বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে শেষ পর্যন্ত মাত্র ৬৩৬ টন রপ্তানি হয়েছে।
উল্লেখ্য, দেশে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উৎপাদন কম হলেও বিশেষ বিবেচনায় সরকার ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।