ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে ভয় পায়: মেহজাবিন চৌধুরী

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন।

মেহজাবীন জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে তিনি ভয় পান। তিনি বলেন,

“আমি বেশি বেশি কথা বলব, অনেক কিছু বলব, এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করব— এগুলো সব পরিকল্পনা এবং ফিউচার। আজ এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি। আমরা জানি না আসলে কী হবে। তো, অনেক লম্বা বা অনেক দূরের চিন্তাভাবনা করতে আমি ভয় পাই এবং করতে চাইও না।”

তিনি আরও বলেন, একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার কাজের মাধ্যমেই ফুটে ওঠে।

“কতটুকু ভালো করেছি, না করেছি— এগুলো আলাদা আলোচনা। কিন্তু আমার কাজই কথা বলুক।”

বড় পর্দায় কাজের প্রসঙ্গে মেহজাবীন জানান,

“সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও সিনেমা করব। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে— আমি তো কাজ করতেই চাই।”

সাক্ষাৎকারে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা মন্তব্য করে ভক্তদের কাছে নতুন বার্তাও পৌঁছে দিয়েছেন এই অভিনেত্রী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top