শাহরুখ খানের 'কিং' এর অ্যাকশন দৃশ্য ফাঁস

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১

ছবি: সংগৃহীত

বলিউড কিং শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ছবিটির শুটিং চলাকালীনই সেট থেকে অভিনেতার নতুন একটি লুক ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শাহরুখ খান একটি ডকের কাছে দাঁড়িয়ে আছেন কালো স্যুট ও সানগ্লাস পরে। তার বাঁ হাতে ধরা একটি বন্দুক, যা দিয়ে তিনি কাউকে লক্ষ্য করছেন। এই লুক দেখে ভক্তদের অনেকেই মন্তব্য করছেন—এ যেন তাকে আবার মনে করিয়ে দিচ্ছে সুপারহিট ‘ডন’ ছবির কথা।

পরিচালক ও কলাকুশলীরা শুটিংয়ের দৃশ্য গোপন রাখার চেষ্টা করলেও এর আগেও শাহরুখের ভিন্ন কয়েকটি লুক প্রকাশ পেয়েছিল।

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে শাহরুখ খানের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। এ ছাড়া রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মাসহ একঝাঁক তারকা অভিনয় করছেন ছবিটিতে।

অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top