মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কোয়েল মল্লিক

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে প্রথমবারের মতো মা হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই বছর মহাষ্টমীর দিন প্রথমবার ছেলের নাম অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি। তবে এতদিন তার মেয়ে সবসময় সবার চোখের আড়ালে ছিলেন।

এবার দুর্গাপূজায় সেই কৌতূহল মেটালেন কোয়েল। সপ্তমীতে মেয়েকে প্রকাশ্যে আনেন অভিনেত্রী। ছোট্ট কাব্যকে কোলে নিয়ে বাড়ির পূজার বিশেষ মুহূর্ত শেয়ার করেন কোয়েল। মুখে একগাল হাসি, টুকটুকে গায়ের রং—দেখেই বোঝা যায়, ঠিক যেন ছোট্ট কোয়েল!

অভিনেত্রী দুই সন্তানকে নিয়ে পরিবারের ছবি ভাগ করে সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানান। এর আগে ২০২৪ সালে দেবীপক্ষে দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার সুখবরও জানিয়েছিলেন কোয়েল। সেই সময় স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি শেয়ার করে লিখেছিলেন, “পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।”

কোয়েল ও প্রযোজক নিসপাল সিংহ রানের সম্পর্ক সাত বছর ধরে থাকবার পর ২০১৩ সালে বিয়ে সম্পন্ন হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top