জন্মদিনে বিশেষ উপহার দিলেন কে?
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিন মানেই তারকাখচিত আয়োজন, ভক্তদের ভালোবাসা আর উপচে পড়া শুভেচ্ছা। গত রোববার (২৮ সেপ্টেম্বর) ৪৩ বছরে পা দিলেন এই অভিনেতা। দিনভর নানা উপহার ও শুভেচ্ছায় ভরে উঠলেও, সবার নজর কেড়েছে এক বিশেষ উপহার, মেয়ে রাহার দেওয়া ৪৩টি চুম্বন।
অভিনেতা নিজেই জানিয়েছেন, “জন্মদিনে মা, আলিয়া আর রাহার সঙ্গে সময় কাটিয়েছি। এর চেয়ে ভালো আর কী চাইতে পারি!” স্ত্রী আলিয়া ভাটও সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় ছোট্ট রাহা বাবার জন্য কেক সাজাচ্ছে।
রণবীর আরও জানান, জন্মদিনে রাহা প্রতিশ্রুতি দিয়েছিল বাবাকে তার বয়স অনুযায়ী ৪৩টি চুমু দেবে। সে-ই করেছে। শুধু তাই নয়, হাতে লেখা এক আবেগঘন চিঠিও দিয়েছে রাহা। সেখানে লিখেছে, “তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।”
তিন বছর বয়স হতে চলেছে রাহার। ছোটবেলা থেকেই বাবার প্রতি তার ভক্তি আর ভালোবাসা বলিপাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।