'ক্রু২' তেও কি থাকছেন কারিনা,টাবু,কৃতি?
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬

২০২৪ সালের হিট কমেডি-অ্যাডভেঞ্চার সিনেমা ‘ক্রু’ দর্শকদের মন জয় করেছিল। টাবু, কারিনা কাপুর খান ও কৃতি স্যাননের অসাধারণ অভিনয় এবং অনবদ্য রসায়নে মোড়ানো সেই সিনেমা কেবল বিনোদনেই সীমাবদ্ধ থাকেনি, বক্স অফিসেও চমক দেখিয়েছিল।
এবার নির্মাতারা আনছেন ‘ক্রু ২’, যা প্রথম সিনেমার ধারাবাহিকতা বজায় রেখে দর্শকদের নতুন এক অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে। প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছে। বিভিন্ন খসড়ার পর বেছে নেওয়া হয়েছে এমন একটি গল্প, যা আগের চরিত্র ও থিমকে ধরে রাখবে।
তিন নায়িকার ফেরা নিয়ে উৎসাহ ও গুঞ্জন তুঙ্গে। খবর রয়েছে, কারিনা কাপুর খান সিক্যুয়েলে ফিরতে পারেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পুরো চিত্রনাট্য পড়ার পর। অন্যদিকে, টাবু ও কৃতি স্যাননের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়।
দর্শকের প্রত্যাশা আকাশচুম্বী। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—তিন সাহসী ও স্টাইলিশ বিমান বালাকে আবারও বড় পর্দায় দেখার জন্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।